Friday, January 30, 2026

করোনায় হঠাৎ মৃত্যু বেড়ে ৬

করোনাভাইরাস, করোনা সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৯৫ জনে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী।

তাদের মধ্যে তিনজন ঢাকা এবং তিনজন রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জনে। শনাক্তের হার ১.০৭ ভাগ।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের দিন শুক্রবার (৩ ডিসেম্বর) ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিলেন তিনজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।