সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মারা গেলেন ২৩ হাজার ৯৮৮ জন। একদিনে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৮৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৬৬ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৬৯ জন নারী। তাদের ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে সাতজন, রংপুর বিভাগে ছয়জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন।
এর আগে গত ৫ ও ১০ আগস্ট করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। আর একদিনে সর্বোচ্চ শনাক্ত হয় গত ২৮ জুলাই ১৬ হাজার ২৩০ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ৩৩০টি নমুনা হয়।
এছাড়া গত একদিনে দেশে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৫ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।