বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ৫টি প্রস্তাবনা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্লাইমেট অ্যাকশন নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলব্যবস্থাপনায় ডেল্টা প্ল্যান-২১০০ প্রস্তুত করছে তাঁর সরকার।
বানানো হয়েছে ৪ হাজার ২৯১টি সাইক্লোন শেল্টার এবং বন্যা দুর্গতদের জন্য ৫২৩টি আশ্রয়কেন্দ্র।