প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার করোনা পজেটিভ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আপাতত হোয়াইট হাউজেই কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে এই দম্পতিকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে দলীয় প্রার্থীর করোনায় আক্রান্তের খবরে শঙ্কিত রিপাবলিকান শিবির।

এরই মধ্যে বাতিল করা হয়েছে ফ্লোরিডায় প্রচারণা সফর। হোয়াইট হাউজের চিকিৎসকদের দাবি, আইসোলেশনে থেকেই নির্বিঘ্নে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন ট্রাম্প। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের দ্রুত সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে তাঁর বয়স।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি মানতে চরম অবহেলা দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ গত বুধবারও মিনেসোটার প্রচারণা সভায় যোগ দেয়ার আগে হেলিকপ্টার থেকে নামার সময় তাঁকে দেখা গেছে মাস্কবিহীন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের সাথে প্রথম টিভি বিতর্কেও মাস্ক নিয়ে কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন এতবড় মাস্ক পরেছেন, যে এর আগে তিনি কাউকে এমনটা পরতে দেখেননি।

যার মাধ্যমে সংক্রমিত

মিনেসোটার প্রচারণা এবং প্রথম টিভি বিতর্ক ঘিরে এ কয়দিন সার্বক্ষণিক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছিলেন ৩১ বছর বয়সী উপদেষ্টা সহযোগী হোপ হিক্স। যিনি করোনা পজিটিভ হন বৃহস্পতিবার। একদিন পর ট্রাম্পও জানান করোনাভাইরাসে নিজের সংক্রমিত হওয়ার কথা।

হোপ হিকস

ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা।

শঙ্কার জায়গা

হোয়াইট হাউজের চিকিৎসকরা আশ্বস্ত করলেও এখনও জানা যায়নি প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে ঠিক কী ধরনের উপসর্গ বাসা বেধেছে।

যদিও অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, ৭৪ বছর বয়স হওয়ায় এই ভাইরাস থেকে গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিতে রয়েছেন ট্রাম্প। আর তাঁর ওজনও বয়স অনুপাতে বা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

আগামী ৩ নভেম্বর বা ঠিক একমাস পরই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলেও নিয়মানুযায়ী টানা দুই সপ্তাহ রিপাবলিকান প্রার্থীকে থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। এ অবস্থায় প্রচারণা আর নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

১৩ অক্টোবর দ্বিতীয় টিভি বিতর্কে ট্রাম্প অংশ নিতে পারছেন কি-না, তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। একসাথে বিতর্ক করার পর জো বাইডেন নিজেকে এখন পর্যন্ত সুস্থ দাবি করছেন। গত কয়েকদিনে ট্রাম্প, মেলানিয়া আর হিকসের সাথে ঘনিষ্টতার সুযোগে মার্কিন প্রশাসনের আর কে কে করোনায় সংক্রমিত হয়েছেন, তা হয়ত জানা যাবে দু’একদিনের মধ্যে।