সাইকোহেলথ নিউজ ডেস্ক
স্বাস্থ্যবিধির কারণে উৎসবমুখরতা ছাড়াই উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারির কারণে এবার সব আয়োজনই সীমিত পরিসরে। এমন ভিন্ন ও অচেনা প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
মহাসপ্তমীতে শুক্রবার সকাল থেকেই ঢাকেশ্বরীসহ রাজধানীর বিভিন্ন মন্দিরে পূজায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় যুক্ত হন তারা। তবে বেশিরভাগই ভক্তই পূজা দিয়েছেন অনলাইনে। শিগগিরই পৃথিবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে প্রার্থনা করেন তারা।
ভক্তদের প্রত্যাশা, উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বাংলাদেশ। নিরাপদ হবে নারীর পথচলা। এবার বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সবাইকে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ।