২৪ ঘণ্টায় করোনায় ১১২ মৃত্যুর নতুন রেকর্ড

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে, গতকাল রবিবার ১০২ ও গত পরশু শনিবার ১০১ জন মারা যান। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ২৭১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৬৮ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৭ জন নারী। তাদের মধ্যে ১০ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে এবং ৬৪ জন ষাটোর্ধ্ব।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫.৯১ শতাংশ ও মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৯৪০। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ২০৬টি।

এখন পর্যন্ত সারাদেশে ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।