ঢাকা মেডিকেলে প্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হচ্ছে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার। এই কেন্দ্রটিতে সর্বপ্রথম টিকা নিচ্ছেন ডা. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী নামের এক চিকিৎসক। এই হাসপাতালের মেডিসিন অ্যান্ড ইনফেকশন বিশেষজ্ঞ হিসেবে তিনি কর্মরত।

বিভিন্ন সংবাদ মাধ্যমে ডা. ফরহাদ উদ্দিন জানিয়েছেন, ২৮ জানুয়ারির টিকা নেওয়ার তালিকায় এখন পর্যন্ত তিনিই প্রথমে আছেন। সবকিছু ঠিক থাকলে ফরহাদই ঢাকা মেডিকেলে সবার আগে টিকা নেবেন।

ডা. ফরহাদ উদ্দিন বলেন, টিকা নিয়ে জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। মূলত এটা দূর করতে চিকিৎসক-নার্সসহ যারা ফ্রন্টলাইনার রয়েছে, তারা প্রথম টিকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই উদ্যোগটা তাই মূলত সাধারণ মানুষকে সচেতন করার জন্যই।

সাকসেসফুল হলে বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে এই টিকা নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এই চিকিৎসক। টিকায় ভয়ের কিছু নেই। যদিও এটা কেবল বাংলাদেশেই না, পৃথিবীর বিভিন্ন দেশেই ভ্যাকসিন হ্যাজিটেন্সি রয়েছে।

ভ্যাকসিনটি যেহেতু সম্পূর্ণ নতুন একটি বিষয়, সেহেতু জনমনে এটা নিয়ে একধরনের আতঙ্ক থাকবেই। আশা করছি, চিকিৎসকরা শুরুতেই টিকা নিলে এবং সারাদেশে কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষজন এমনিতেই আগ্রহের সঙ্গে টিকা নেবে বলে মনে করেন ডা. ফরহাদ উদ্দিন।