সাইকোহেলথ নিউজ ডেস্ক
সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ায় ভারত ফেরত ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশে ফেরা ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বিশেষ ব্যবস্থায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনের রাখা হয়েছে। আক্রান্তদের বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত সাংবাদিকদের জানিয়েছেন, ভারত ফেরত ১৪২ জনকে তিনটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।
এরপর তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ১১ জন করোনা পজেটিভ নিশ্চিত হন। ভেরিয়েন্ট জানতে শিঘ্রই তাদের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে বলেও জানান জেলা সিভিল সার্জন।
বুধবার সকালে হোটেল থেকে আক্রান্তদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা আরও তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ১৩ মে দেশে আসেন তারা। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকেন তারা।
দুইমাস আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানিয়েছেন, এর আগেও ভারত থেকে আসা আরো দু’জনের দেহে করোনা শনাক্ত হয়।