সাইকোহেলথ নিউজ ডেস্ক
ভারতের মুম্বাইয়ে শপিং মলের অভ্যন্তরে অবস্থিত এক হাসপাতালে রাতের বেলা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুন লাগার পর ৭০ জন করোনা রোগীকে হাসপাতাল থেকে নিরাপদে বের করে সম্ভব হয়।
পরে ঘটনাস্থল থেকে দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্দভ ঠাকরে। তিনি জানান, নিহতদের কয়েকজন ভেন্টিলেশনে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (০৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাত ২টায় মহারাষ্ট্রের ভানদারা ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটালের অসুস্থ নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এসএনসিইউ) অগ্নিকাণ্ড ঘটে। এতে ১০টি নবজাতকের মৃত্যু হয়।
এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি একটি ‘হৃদয় বিদারক দুর্ঘটনা’।