সাইকোহেলথ নিউজ ডেস্ক
মঙ্গলবার থেকে পুরোপুরি চালু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাব। এমন তথ্য দিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম বলেছেন, ওইদিন থেকে বিমানবন্দরের ল্যাবেই করোনা পরীক্ষা করতে পারবেন বিদেশগামীরা।
একই অনুষ্ঠানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা চূড়ান্ত হবে আগামী বছর। বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসিয়ে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করার সরকারি সিদ্ধান্ত হয় গত ৬ সেপ্টেম্বর।
ওইদিন মন্ত্রিসভার বৈঠকে দু’তিনদিনের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যদিও তা হয়নি ২০ দিনেও। চলছে ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম।
সচিবালয়ে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবস্থাপনায় দৃষ্টান্ত দেখিয়েছে সরকার। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন- এই প্রতিপাদ্যে সোমবার পালিত হবে বিশ্ব পর্যটন দিবস।