শীতে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা- প্রধানমন্ত্রী

শীতে করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশংকার কথা জানিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার প্রভাবে দেশের ব্যবসা-বাণিজ্য যাতে থমকে না যায়, তার জন্য সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেয়ার সময় এ সব কথা বলেন শেখ হাসিনা।

এই তহবিলে মোট ১৬৫ কোটি ৬০ লাখ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক সমিতির ব্যানারে ৩৪টি ব্যাংক এবং খাদ্য মন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের এসব চেক গ্রহণ করেন তাঁর মূখ্যসচিব ডক্টর আহমদ কায়কাউস।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীতে দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাত সচল রাখতে প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। ব্যাংকগুলো যাতে ভালোভাবে চলতে পারে, সেদিকে বিশেষ নজর রাখতে ব্যাংকস এসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি।

আর্থিক অনুদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক লাখ সার্জিক্যাল মাস্ক দিয়েছে মিনিস্টার গ্রুপ।