সাইকোহেলথ নিউজ ডেস্ক
পবিত্র হজ্বে এ বছরও বিদেশি নাগরিকদের নিষিদ্ধ করার কথা ভাবছে সৌদি আরব। বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তেমন সিদ্ধান্ত হলে টানা দু’জন হজ্ব থেকে বঞ্চিত হবেন অন্যান্য দেশের মানুষ।
সৌদি নাগরিক ও বাসিন্দাদের মধ্যে কেবল যারা ভ্যাকসিন নিয়েছেন তারাই হজ্বে অংশ নিতে পারবেন। এছাড়া কয়েক মাস আগে যারা করোনা থেকে সুস্থ হয়েছেন, তারাও এই ইবাদতে শরীক হতে পারবেন বলে জানা গেছে।
হজ্বে বিদেশি নাগরিকদের নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সৌদি কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে গতবছরও হজ্ব থেকে বঞ্চিত হন অন্যান্য দেশের মানুষ।
এর আগে হজ্বের মৌসুমে পবিত্র নগরী মক্কা ও মদিনা সফর করতেন কমপক্ষে ২৫ লাখ হজ্বযাত্রী। এই খাত থেকে সৌদি আরবের আয় হতো বছরে ১২ বিলিয়ন ডলার।