সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনা মহামারীতে গতবারের মতো এ বছরও বাইরের কোন দেশ থেকে হজ্বযাত্রী নিচ্ছে না সৌদি আরব। ফলে এবারও বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের সমাবেশ ঘটছে না মক্কা ও মদীনায়।
বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র দফতরকে টেলিফোনে নিশ্চিত করে রিয়াদের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে সৌদি নাগরিক এবং আগে থেকেই সেখানে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলমানদের নিয়ে সীমিত আকারে হজ্ব পালিত হবে।
করোনার সংক্রমণের কারণে টানা দুই বছর অপূর্ণ থেকে যাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বিপুল সংখ্যক মুসলমানের হজ্বে যাওয়ার ইচ্ছা। সৌদি সরকার জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের ৬০ হাজার মুসলমান হজ্ব করার সুযোগ পাবেন।
মহামারির আগে প্রতিবছর অন্তত ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিতেন।