মৌলবাদ রুখতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ- তথ্যমন্ত্রী

সাইকোহেলথ নিউজ ডেস্ক

মৌলবাদী অপশক্তি দেশকে পিছিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। মৌলবাদী অপশক্তি রুখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। এমনকি নানা অপব্যাখ্যা ও ফতোয়াও দেয়া হচ্ছে। এর মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে জাতিকে এবং ভবিষ্যত প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে গণমাধ্যম ও বেতার বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশ যাতে প্রগতির দিকে এগিয়ে যায় এবং নতুন প্রজন্ম যেন দেশপ্রেমিক ও সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই গণমাধ্যমকে অনুষ্ঠানমালা তৈরি করতে হবে। একই সাথে বিনোদনের ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে।