করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৭২ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭১৯ জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ৪১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে ৭ হাজার ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৬৭ শতাংশ। এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত হয়েছে ৪ হাজার ১৫২ জন।