সাইকোহেলথ নিউজ ডেস্ক
অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর। পাবলিক হেলথ ইংল্যান্ডের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এতে দেখা গেছে, দু’টি টিকাই ইউকে ও ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সমান কার্যকর। পাবলিক হেলথ ইংল্যান্ড বলছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজার, দু’টি ভ্যাকসিনই হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার কমাতে অনেক বেশি ভূমিকা রাখছে।
গবেষণার এমন তথ্যে উচ্ছ্বসিত ব্রিটিশ সরকার। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এই গবেষণা প্রতিবেদন সরকারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আগামী ২১ জুন নাগাদ গোটা ব্রিটেনে বিধিনিষেধ শিথিল করারও ঘোষণা দেন তিনি।
এখন পর্যন্ত ছয় কোটিরও বেশি মানুষকে টিকা দিয়েছে ব্রিটেন। গবেষকরা জানান, ফাইজার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পর ভারতীয় ভ্যারিয়েন্টের লক্ষণ থামাতে ৮৮ শতাংশ কার্যকর। ব্রিটেনের কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি ৯৩ শতাংশ কার্যকর।
অন্যদিকে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬০ শতাংশ আর কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৬ শতাংশ কার্যকর।