বুধবার প্রথম কোভিশিল্ড ভ্যাকসিন পাবেন একজন স্বাস্থ্যকর্মী

শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ২৭ জানুয়ারি (বুধবার) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথমে টিকা দেয়া হবে একজন নার্সকে।

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান জানিয়েছিলেন, সারাদেশে টিকা দেয়া শুরু হবে ৮ ফেব্রুয়ারি।

রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি আরো জানান, যারা টিকা নিবেন, তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

তবে উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিদের টিকা দেয়া হচ্ছে না। এ পর্যন্ত এ তথ্য রয়েছে। এদিন শুধু স্বাস্থ্যসেবার সাথে জড়িত সম্মুখসারীর যোদ্ধারা করোনা টিকা পাবেন।

ভারত থেকে শুভেচ্ছা হিসাবে পাঠানো ২০ লাখ ডোজ টিকা গত বৃহস্পতিবার গ্রহণ করে বাংলাদেশ।

পাশাপাশি ২৫ জানুয়ারি দেশে আসবে ভারত থেকে কেনা আরও ৫০ লাখ ডোজ। মোহাম্মদপুরে একটি পার্কের উদ্বোধন শেষে এ কথা জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ফরমুলায় করোনাভাইরাসের টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইন্সটিটিউট।

এই প্রতিষ্ঠান থেকে তিন কোটি ডোজ টিকা কেনার জন্য চুক্তি করেছে বাংলাদেশ।

বুধবার কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর মাধ্যমে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ভাইরাস প্রতিরোধের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।