রিডানডেন্ট ক্লোথিং আর মজুব মামার ‘বিশ্বকাপ’….!

Redundant Clothing Syndrome; ওসিডি;

ডা. সাঈদ এনাম

রিডানডেন্ট (Redundant) ইংরেজি শব্দ, যার অর্থ কোন কিছু প্রয়োজনের অতিরিক্ত। রিডানডেন্ট ক্লোথিং (Redundant Clothing) হলো প্রয়োজনের অতিরিক্ত পোশাক পরিধান করা, যা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির বা আবহাওয়ার সাথে মোটেই মানানসই নয়।

যেমন ধরুন, কাঠফাটা রোদে তীব্র গরম চারপাশ। সবাই ঘেমে টেমে অস্থির। অথচ দেখা গেলো একটি লোক চার পাঁচটা শক্ত মোটা গরম কাপড় পরে অসময়ে উদ্ভ্রান্তের মতো রাস্তার ফুটপাত ধরে ঘুরোঘুরি করছে। গরম ঠাণ্ডা কোন খেয়াল নেই তার।

হয়তো রাস্তার পাশে বসে সিগারেট ফুঁকছে বা ময়লা খাবার কুড়াচ্ছে। কিংবা কোন বুজুর্গ আলেমের কবরের পাশে অথবা কোন পুরাতন বটগাছের গোড়ায় বা মগডালে বসে একা একা কথা বলছে বা সিগারেট, গাঞ্জা ফুঁকছে। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অজ্ঞ থাকা অপরিচ্ছন্ন, উদ্ভ্রান্ত, গাঁজা-সিগারেট ফুঁকা এসব লোকদের অনেকে ‘মুজুপ’ নামে ডাকেন।

‘মুজুপ’ শব্দটি আরবি ‘মজুব’ থেকে এসেছে। যার অর্থ ঐশী প্রেমে বেহুঁশ। অর্থাৎ কেউ কারো প্রেমে এমন দেওয়ানা যে, আশপাশের প্রতি সে বেখবর। সারা দিনরাত, কবর বা রাস্তার পাশে উদ্ভ্রান্ত হয়ে গাঁজা বা সিগারেট সেবনকারী, নোংরা কাপড়, ছালা আর বস্তা পরে, ন্যাংটা বা অর্ধ ন্যাংটা হয়ে ‘বিশ্বকাপ’ বের করে হাঁটাহাঁটি করা এসব ঘোরতর মানসিক রোগীকে মজুব বা মুজুপ মামা-চাচা বলে চালিয়ে দেওয়ার কোন যৌক্তিকতা নেই। মজুব মামার সদাশয় মুরীদ ‘ভাগ্নাদের’ উচিত হবে ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করা।

যাহোক স্নায়ু ও মনোরোগ চিকিৎসা বৈজ্ঞানিক বা নিউরোসাইকিয়াট্রিস্টদের পরিভাষায় এরকম নোংরা কয়েক পরতের কাপড় পরে ভাবলেশহীন ঘোরাঘুরি করা উপসর্গের নাম হলো রিডানডেন্ট ক্লথিং বা রিডানডেন্ট ক্লোথিং সিনড্রম (Redundant Clothing Syndrome)। এটি ঘোরতর স্নায়ু ও মানসিক রোগ স্কিজোফ্রেনিয়ার (Schizophrenia) অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ।

এতো তীব্র গরমে একজন মানুষ কেন ও কীভাবে এমন নির্বিকার চলতে ফিরতে পারে, তা নিউরোসাইকিয়াট্রিস্টদের কাছে আজো রহস্যময়। রোগীটির কি গরম বোধ নেই? তার কি গরম লাগছে না? যেখানে সবাই ঘেমেটেমে অস্থির, সেখানে সে ভাবলেশহীন। কীভাবে সম্ভব হয় এটি?

আমাদের ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী সেন্টার হলো হাইপোথ্যালামাস (Hypothalamus)। অনেক নিউরোসাইনটিস্টের মতে সিজোফ্রেনিয়া রোগীর হাইপোথ্যালামাস কিংবা থাইরয়েড গ্রন্থি কিংবা কগনিটিভ (Cognitive) ফাংশন ইমপেয়ারমেন্টের জন্যে এমনটি হয়ে থাকে।

ব্রেইনের বিভিন্ন অংশে নিউরোট্রান্সমিটার ডোপামিন (Dopamine) এর আধিক্য বা ঘাটতির জন্যে স্নায়ু ও মানসিক রোগ সিজোফ্রেনিয়া দেখা দেয়, যা ডোপামিন রিসেপ্টর ব্লকার (DA Blocker) এন্টিসাইকোটিক (Antipsychotic) সেবনে ধীরে ধীরে সেরে যায়। বেশীর ভাগ রোগী সুস্থ হয়ে ওঠেন।

লেখক: এমবিবিএস (ডিএমসি), এমফিল (সাইকিয়াট্রি); সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি), সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল; ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন