সাইকোহেলথ নিউজ ডেস্ক
করোনায় একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড দেখলো বাংলাদেশ। সবশেষ ২৪ ঘন্টায় এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১০১ জন। মৃতদের মধ্যে ৫৯ জন ঢাকা বিভাগের এবং ২০ জন চট্টগ্রাম বিভাগের।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ১০ হাজার ১৮২ জনের। এদিকে, শনাক্তের হার বেড়ে আবারো উঠেছে ২৩ শতাংশের উপরে।
গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯০৬ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩.৩৬ শতাংশ।
দেশে করোনায় মৃতদের মধ্যে ষাটের অধিক বয়সী আছেন ৫৬ শতাংশেরও বেশি। আর মোট মৃত্যুর প্রায় ৫৯ শতাংশই ঢাকা বিভাগে।