সাইকোহেলথ নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক
এবার সর্বোচ্চ ভোটে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল- ইউএনএইচআরসি’র সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদে ১৮৯টি ভোটের মধ্যে ১৬০টি পেয়ে অর্জিত হয় এই ঐতিহাসিক বিজয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোট অনুষ্ঠিত হয়।
এশিয়া প্যাসিফিক গ্রুপে ইউএনএইআরসি’র চার আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে ৭টি দেশ। এতে বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে একটি আসন পায়। এই অঞ্চল থেকে নির্বাচিত বাকি তিনটি দেশ হলো মালদ্বীপ, ভিয়েতনাম ও কিরগিজস্তান।
এর মধ্যে মালদ্বীপ ১৫৪ ভোট, ভিয়েতনাম ১৪৫ ভোট এবং কিরগিজস্তান ১২৬ ভোট পায়। ১২৩ ভোট পেয়ে দক্ষিণ কোরিয়া ও ১২ ভোট পেয়ে আফগানিস্তান পরাজিত হয়। আর বাহরাইন আগেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
এটি হবে ৪৭ সদস্যের ইউএনএইচআরসি’র সদস্য হিসেবে বাংলাদেশের পঞ্চম মেয়াদ। এর আগে ২০০৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে জয়ী হয়েছিলো বাংলাদেশ। নির্বাচনে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।