ডা. সাঈদ এনাম
একটা ইন্টারেস্টিং কেইস পেলাম, হয়তো আর কেউ পেয়েছেন কি-না জানি না। পাবার সম্ভাবনাও নেই।
স্ত্রী বাইপোলারের পেশেন্ট।
এপিসোডিক আউটবার্স্ট হয়ে সেই স্ত্রী যখন হাইপোম্যানিক হয়ে যান, তখন স্বামীকে তিনি বিয়ে করান। আর স্বামীকে বিয়ে করতেই হয়, নাহলে ঘরে তুলকালাম কাণ্ড। “কিয়ামত সে কেয়ামত” অবস্থা। স্বামী বিয়ে করলে পরেই তিনি কিছুটা সুস্থ হন।
এ পর্যন্ত স্বামীকে তিনি তিন-তিনটি বিয়ে করিয়ে ছেড়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য যে, তিনটি বিয়েই পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে! ভদ্র লোকও স্ত্রীকে যারপরনাই ভালোবাসেন বলেই এমনটা তিনি করেছেন বলে জানালেন।
আজও ফের হাইপোম্যানিক হয়ে আমার চেম্বারে এসছেন। ইদানীং আবার আউটবার্স্ট, ক’দিন থেকে স্বামীর উপর চড়াও হয়েছেন ফের বিয়ে করানোর জন্যে।
কিন্তু এবার স্বামী আর বিয়ে করবেন না, সাফ সাফ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বড় বউয়ের চিকিৎসায় বারবার বিয়ে করে এখন ছোট বউদের সামাল দিতে দিতে তার জীবন পাতা পাতা।
এবার তিনি বুঝেছেন, তার স্ত্রী আসলে একজন মানসিক রোগী। বিয়ে নয়, বরং তার মানসিক চিকিৎসা দরকার।
আর স্ত্রীও নাছোড় বান্দা, স্বামীকে এবার ৪র্থ বিয়ে তিনি করিয়েই তবে ছাড়বেন।
প্যাঁচটা এখন এখানে আটকে আছে।
লেখক: ডা. সাঈদ এনাম, ডিএমসি (কে-৫২), বিসিএস (২৪); সহকারী অধ্যাপক, সাইকিয়াট্রি; ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।