সাইকোহেলথ নিউজ ডেস্ক
মাধ্যমিক পর্যায়ে বা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত কোনো শ্রেণিতেই এ বছর বার্ষিক পরীক্ষা হচ্ছে না। এর বিপরীতে শিক্ষার্থীদের জন্য করা হয়েছে ৩০ দিনের বিশেষ সিলেবাস। সাপ্তাহিক অ্যাসেইনমেন্টের ভিত্তিতে করা হবে মূল্যায়ন। রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মূল্যায়নের নামে কোনো চাপ প্রয়োগ করা হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের দুর্বলতা সনাক্তের জন্যই অ্যাসেইনমেন্ট দেয়া হবে। এর আগে করোনা মহামারীর কারণে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি-জেডিসি এবং সবশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এবার মাধ্যমিক পর্যায়েও বার্ষিক পরীক্ষা নেয়া হচ্ছে না।
শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে নবম শ্রেণির বিভাগ নির্ধারণ করা হবে। শিক্ষামন্ত্রী আরো জানান, জানুয়ারিতে নতুন ক্লাস শুরুর লক্ষ্য নিয়েই এগুচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কারীগরি প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্তের কথা জানাননি মন্ত্রী।
যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না এবং পিছিয়ে আছে, তাদের জন্য পরবর্তী শ্রেণিতে বাড়তি পাঠদানের পরিকল্পনা রয়েছে বলেও জানান ডা. দীপু মনি।
করোনার কারণে গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই খাতে নামে স্থবিরতা। শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় অনলাইন, টিভি ও বেতারের মাধ্যমে চলছে পাঠদান কর্মসূচি।