১২ সেপ্টেম্বরেই খুলছে স্কুল-কলেজ; বিশ্ববিদ্যালয় অক্টোবরে

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আগামী ১২ সেপ্টেম্বর খুলছে দেশের সব স্কুল-কলেজ। তবে একসাথে সবার ক্লাস নেয়া হবে না। কেবল এসএসসি, এইচএসসি এবং পিইসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। আপাতত অন্য সবার ক্লাস হবে সপ্তাহে একদিন। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফলে দেড় বছর পর সরব হতে যাচ্ছে স্কুল-কলেজের শ্রেণি-কক্ষ। সচিবালয়ে ৬ মন্ত্রণালয়ের সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, গুরুত্ব বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হবে। তবে সবাইকে মাস্ক পরতে হবে।

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে হবে এইচএসসি পরীক্ষা। পিইসি, জেএসসিসহ বার্ষিক পরীক্ষা নেয়ার প্রস্তুতি আছে বলেও জানান মন্ত্রী।

এদেকে, অক্টোবরে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মধ্যে কোথাও করোনা সংক্রমণ বাড়লে, সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।