মানিকগঞ্জ প্রতিনিধি, সাইকোহেলথ নিউজ
দু’চারদিনের মধ্যেই ভ্যাকসিন আমদানির একটি চুক্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি জানান, যারা ভ্যাকসিন তৈরি করছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে সরকার। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী আরো জানান, আসছে শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে। তবে এখন পর্যন্ত তুলনামুলকভাবে করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। এই মহামারিতে যুক্তরাষ্ট্রে সোয়া দুই লাখ লোক মারা গেছে। সে তুলনায় আমরা অনেক ভালো আছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও দেশ থেকে করোনাভাইরাস চলে যায়নি। তাই আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সম্পাদক ইসরাফিল হোসেন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।