বরগুনায় অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে ৩ সন্তানের জন্ম

বরগুনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বরগুনায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সামসুন্নাহার বেগম (২৪) নামে এক প্রসূতি। বুধবার (২০ এপ্রিল) সকালে বরগুনা সদর উপজেলার কুয়েত প্রবাসী হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তান প্রসব করেন তিনি।

প্রসূতি সামসুন্নাহার বেগম পটুয়াখালীর বাঁধঘাট এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি বরগুনার ইটবাড়িয়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, স্বামী নিজামের সঙ্গে ঢাকায় থাকতেন সামসুন্নাহার। অন্তঃসত্ত্বা হওয়ার পর মাস খানেক আগে বাবার বাড়িতে আসেন সামসুন্নাহার। এরপর গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে দিতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে কুয়েত প্রবাসী হাসপাতালে ভর্তি করান।

সেখানে গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. সাফিয়া পারভীনের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। এরপর আজ সকাল সাড়ে ৭টার দিকে বিনা অস্ত্রোপচারে এক ছেলে ও দুই কন্যা সন্তান প্রসব করেন সামসুন্নাহার।

তার ভাই আহাদুল ইসলাম বলেন, একসঙ্গে আমি এক ভাগনে ও দুই ভাগনির মামা হয়েছি। আমাদের পরিবারের সবাই এতে খুশি। বোনের তিন নবজাতক জন্মের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বহু লোকজন এখানে দেখতে আসছেন, ছবি তুলছেন। আমার বোন এবং ভাগনে-ভাগনিরা সুস্থ আছে।

এ বিষয়ে ডা. সাফিয়া পারভীন বলেন, প্রথমে আল্ট্রাসনোগ্রামে জমজ বাচ্চার কথা জানা যায়। কিন্তু জন্মের পর দেখি তিন নবজাতক। সিজার ছাড়াই নরমালে নবজাতক প্রসব করাতে সক্ষম হয়েছি আমরা। মা ও বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছে।

সূত্র: ঢাকা পোস্ট