আইপি টিভির নিবন্ধন নির্দেশিকা শিগগিরই

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আইপি টিভির নিবন্ধন দিতে শিগগিরই নির্দেশিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইপি টিভিকে নিউ মিডিয়ার একটি মাধ্যম হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই নিউ মিডিয়া আরও বিকশিত হোক। কিন্তু এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়। আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সংরক্ষিত হয়।’

মন্ত্রী জানান, আইপি টিভি নিবন্ধনের জন্য ৬শ’র মতো আবেদন জমা পড়েছে। এসব যাচাই-বাছাই করে রেজিস্ট্রেশন দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অনেকগুলোর বাছাই কাজ শেষও হয়েছে। রেজিস্ট্রেশন শর্তাবলি বা নিবন্ধনের সাথে টেলিকম ও আইসিটির মতো অন্যান্য মন্ত্রণালয়ও যুক্ত। ’

আইপি টিভির পাশাপাশি বৈঠকে ওটিটি প্ল্যাটফর্ম নীতিমালা এবং নিউ মিডিয়ার অন্যান্য মাধ্যমগুলো নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ক্রমবিকাশমান বহুমুখী এই মাধ্যম নিয়ে আমরা নানা পর্যালোচনা করেছি। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে। তার আগে নির্দেশিকা তৈরি করা হবে।’

তিনি বলেন, এই মাধ্যমকে আমাদের নতুন প্রজন্ম যেন জীবন গড়ার কাজে লাগাতে পারে। তাদের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ, মূল্যবোধ, মমত্ববোধ আরও বিকশিত হয়, যন্ত্র ব্যবহারের সঙ্গে মানুষও যেন যন্ত্র হয়ে না যায়, মানবিকতা টিকে থাকে সেদিকে লক্ষ্য রাখা জরুরি।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন, বিটিআরসি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজা উপস্থিত ছিলেন।