স্বাস্থ্য খাতে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার

আওয়ামী লীগের ইশতেহার (স্বাস্থ্যখাত): আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে জন্মলগ্ন থেকে ১ বছর বয়সী শিশুরা। সেই সাথে ৬৫ বয়সোর্ধ্ব সকল নাগরিককে দেয়া হবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। এছাড়া বিভাগীয় সব শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ভবন নির্মাণসহ সব সুবিধা পর্যায়ক্রমে আধুনিকীকরণ করবে টানা ১০ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতি দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে ২১ দফা বিশেষ অঙ্গীকার ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে-

নারীর ক্ষমতা, লিঙ্গসমতা ও শিশুকল্যাণ নিশ্চিত করা।

সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া।