আত্মহত্যায় প্রতি ৪০ সেকেন্ডে মরছে একজন

নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আত্মহত্যায় প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে একজন করে মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের ৮ লাখ মানুষ আত্মহত্যার শিকার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় এ তথ্য জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, আত্মহত্যা প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং আত্মহত্যা প্রতিরোধ’। আলোচনা সভা ছাড়াও শোভাযাত্রা, কর্মশালাসহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার।