একদিন পর দেশে আবারো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাপিয়ে গেলো। সবশেষ ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২০৪ জন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের শরীরে।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণ আরো বেড়ে গেলে হাসপাতালে বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না।
টানা ছয়দিন পর গত বৃহস্পতিবার দেশে দুইশ’র নিচে নামে মৃতের সংখ্যা। কিন্তু একদিন পরই আবারো এই সংখ্যা বেড়ে ২০৪ হয়। এর মধ্যে ১২৫ জন পুরুষ আর ৭৯ জন নারী। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৮২ জন। এছাড়া খুলনায় ৪৯ ও চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩২ জনের।
২৪ ঘন্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৮৯ জনের শরীরে। শনাক্তের হার ২৯ দশমিক শুন্য ছয় শতাংশ। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন। আর মোট মৃত্যু ১৭ হাজার ৬৬৯।
ভার্চুয়াল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এরই মধ্যে দেশের হাসপাতাগুলোর সব শয্যা প্রায় পূর্ণ হয়ে গেছে। ঈদের দিনগুলোতে যাতে সংক্রমণ আর না বাড়ে, সেবিষয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাগিদ দেন তিনি।