সাইকোহেলথ নিউজ ডেস্ক
রবিবার দেশে আসছে ফাইজার-বায়োএনটেকের টিকা।এই ভ্যাকসিনের এক লাখ ৬২০ ডোজ আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
তিনি জানান, পিছিয়ে থাকা দেশগুলোর জন্য জাতিসংঘের ভ্যাকসিন উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির পক্ষ থেকে এই টিকা দেয়া হচ্ছে।
রোববার (৩০ মে) রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে ফাইজারের টিকাগুলো দেশে আসছে বলেও জানান ডা. শামসুল হক। তবে কবে থেকে এই টিকা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত এক লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাঠানো হবে।