নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা শুরু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ব্রিটেনে দ্রুততম সংক্রামক নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে ফাইজার ও মডার্না। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে, সদ্য আবিষ্কৃত টিকাটি এসব রূপান্তরিত নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর কতটুকু কার্যকর, তা নিশ্চিত হতে সামনের দিনগুলোতে আরো পরীা-নিরীক্ষার প্রয়োজন।

বলা হচ্ছে, যুক্তরাজ্যে চীনের করোনাভাইরাস অভিযোজিত ও রূপান্তরিত হয়ে আরো দ্রুত সংক্রামক ভাইরাসে পরিণত হয়েছে। নতুন ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ড ও ডেনমার্কেও একই ধরনের ভাইরাস শনাক্ত হয়েছে।

এ অবস্থায় চলমান মহামারীর মধ্যে নতুন করে উদ্বেগ বেড়েছে। সম্ভাব্য ভয়ানক পরিস্থিতি মোকাবেলার আগাম সতর্কতা হিসেবে সব ধরনের বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে সৌদি আরব, কুয়েত এবং ওমান। ব্রিটেনের সাথে সব ফ্লাইট বাতিল করেছে ভারত, ইরান ও কানাডা।

এদিকে, নতুন ভাইরাস নিয়ে দফায় দফায় আলোচনা বিশ্লেষণে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডবি­উএইচও। ইইউ থেকে সদ্য বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যকে নিয়ে সাধারণ সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।