বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন, করোনাভাইরাসের প্রতিষেধক, ব্যানকোভিড, গ্লোব বায়োটেক লিমিটেড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের পরীক্ষাধীন প্রতিষেধক হিসেবে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড উদ্ভাবিত ‘ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। এই প্রতিষ্ঠানটির মোট ৩টি ভ্যাকসিনকে সম্ভাব্য প্রতিষেধক হিসেবে প্রি-ক্লিনিক্যাল টেস্টের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক শনিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর গ্লোব বায়োটেকের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভূক্ত করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘শুধুমাত্র গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় স্থান পেয়েছে।’ ভ্যাকসিনগুলো হচ্ছে, D614G variant mFNA Vaccine, DNA Plasmid Vaccine, Adonocirus Typo-5 Vcctor Caccine.

এ ঘটনাকে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় বলে মনে করেন গ্লোব বায়োটেকের সিইও ডক্টর কাকন নাগ। প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের তালিকায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনসহ ১৫৬টি কোম্পানি উদ্ভাবিত প্রতিষেধকও রয়েছে।

এর আগে, গত বুধবার করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ মানবদেহে পরীক্ষা করতে গ্লোব বায়োটেকের সঙ্গে চুক্তিবদ্ধ হয় আইসিডিডিআরবি।