সাইকোহেলথ নিউজ ডেস্ক
কেবল চিকিৎসা দিয়ে ক্যান্সার নিয়ন্ত্রণ সম্ভব না বলে জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। তারা বলছেন, ক্যান্সার নিয়ন্ত্রণে প্রাথমিক অবস্থায় প্রয়োজন প্রতিরোধ, অবস্থান নির্ণয়, চিকিৎসা এবং প্রশমন সেবা নিশ্চিত করা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিরাক- বাংলাদেশ এবং কমিউনিটি অনকোলোজি সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ সব কথা বলেন।
সাগর-রুনি মিলনায়তনে বিশ্ব ক্যান্সার দিবসের এই আলোচনায় বক্তারা জানান, দেশে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই হার দিন দিন বাড়ছে। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় সাড়ে নয় লাখ মানুষ ক্যান্সারে মারা যান। সচেতন না হলে মৃত্যু আরো বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
তারা বলেন, গোটা বিশ্বে ক্যান্সার বৃদ্ধির একটাই কারণ, তা হল খাদ্যভাস। এর জন্য চিকিৎসকের পরামর্শে ঠিক করতে হবে, কী খেতে হবে এবং কী খাওয়া যাবে না।
ক্যান্সার রোগতত্ত্ববিদ ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এ সময় বলেন, দেশে ক্যান্সার চিকিৎসা সুবিধায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় এখনও বিপুল রোগীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না। ক্যান্সার চিকিৎসাকে রাজধানী কেন্দ্রীক না করে বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
আলোচনায় সিরাক- বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।