সাইকোহেলথ নিউজ ডেস্ক
বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ও ভুয়া খবর প্রচারের খেসারত গুণতে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। ভারতে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ ও নানামুখি অপপ্রচারের জেরে তলানিতে এসে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তঃসীমান্ত বাণিজ্যে।
বিশেষ করে, বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে হাসপাতালগুলোও।
এর আগে উদ্ভূত পরিস্থিতির হুজুগে পড়ে পশ্চিমবঙ্গের বেশ কিছু বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ভারতের চিকিৎসকদের সংগঠন অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এর তীব্র প্রতিবাদ জানায়।
উল্টো সংগঠনটি ঘোষণা দেয়, যেসব বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসবেন, তাদের ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। তারপরও ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বাড়েনি।
বড় ধরনের শারীরিক জটিলতা ছাড়া ভারতের ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। ফলে কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের প্রায় সব বেসরকারি হাসপাতাল এখন বাংলাদেশি রোগীর অভাবে খাঁ খাঁ করছে। তবে চিকিৎসকরা আশাবাদী, সমস্যার দ্রুত সমাধান হবে।
অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি মোটেই উত্তেজনাপূর্ণ নয়, বরং খুবই স্বাভাবিক বলে স্বীকার করেন ফেরত যাওয়া ভারতীয় ট্রাকচালকরা।