খালে মিললো ৬৬ লাখ ‘টাকা’!

লালমনিরহাট জাল টাকা
উদ্ধার করা জাল টাকা

লালমনিরহাট

সদর উপজেলার জেলখানা রোডের খাল থেকে এক হাজার টাকা(!) নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে খোর্দ্দসাপটানা এলাকা থেকে এ সব উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম সাংবাদিকদের জানান, খালে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত বস্তা দেখতে পান এক ব্যক্তি। কাছে গিয়ে এর ভেতরে টাকা দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ পানি থেকে বস্তাটি উদ্ধার করে।

বস্তার ভেতরে মেলে এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল। প্রতিটি বান্ডিলে ছিল একশ’ নোট ছিল। টাকাগুলোর পেছনে লেখা সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। সবগুলোই জাল টাকার নোট বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় আব্দুস সালাম (৪০) সাংবাদিকদের জানান, পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছেন তিনি। উদ্ধার হওয়া সবগুলো টাকা তিনি নেড়েচেড়ে দেখেছেন। সবগুলোই জাল টাকার নোট।