সাইকোহেলথ নিউজ ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছিলেন খোদ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের এমন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। এতে বলা হয়েছে, প্রিন্স মোহাম্মদের নির্দেশ ছিল, খাশোগিকে হয় গ্রেফতার করো, না হয় মেরে ফেল।
তবে এই প্রতিবেদনকে মিথ্যা ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার। ২০১৮ সালে ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করে তার দেহাবশেষ নিশ্চিহ্ন করা হয়। ৫৯ বছর বয়সী ওই সাংবাদিক এক সময় সৌদি সরকারের উপদেষ্টা এবং রাজপরিবারের ঘনিষ্টজন ছিলেন।
পরবর্তীতে সরকারের আনুকূল্য হারালে ২০১৭ সালে খাশোগি যুক্তরাষ্ট্রে স্বচ্ছানির্বাসনে যান। ওয়াশিংটন পোস্টে প্রিন্স মোহাম্মদের বিভিন্ন নীতির সমালোচনা করে নিয়মিত কলাম লিখতেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, প্রতিবেদন প্রকাশের পর সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে যে ভাটা পড়বে, তাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে বাইডেন প্রশাসন যে হাঁটবে না, এটা তারই ইঙ্গিত।