নারীর স্বাস্থ্য ও জীবন আজ হুমকির মুখে -বাইডেন

গর্ভপাত

সাইকোহেলথ ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রায় পাঁচ দশকের পুরনো একটি বিচারিক সিদ্ধান্তকে পুরোপুরি পাল্টো দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এতে বাতিল হয় সেদেশের ঐতিহাসিক গর্ভপাত অধিকার আইন। ফলে যুক্তরাষ্ট্রের নারীদের এখন আর গর্ভপাতের আইনগত অধিকার থাকছে না।

সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে। তবে এটি অত্যন্ত পরিষ্কার হয়েছে যে, এ দেশে নারীর স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দেড়শ’ বছর পেছনে নিয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন। কিন্তু এর অর্থ এই নয় যে, লড়াই শেষ হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে পারবে।

এর আগে, গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গচ্ছিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়। তাতে বলা হয়, সুপ্রিম কোর্ট গর্ভপাতের আইনি অধিকারকে বাতিল করতে চলেছে।

৯৮ পৃষ্ঠার খসড়া নথিতে বিচারক স্যামুয়েল আলিতো লিখেছেন, ১৯৭৩ সালের রো বনাম ওয়েডের মামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতকে বৈধ করাটা বিরাট ভুল ছিল। ওই আইন বাতিল হওয়ায় দেশটিতে কয়েক দশক ধরে চলে আসা রক্ষণশীল আন্দোলনের বড় ধরনের বিজয় হিসেবে বিবেচিত হলো।

সূত্র: দৈনিক ইত্তেফাক