গুরুতর কোভিডের চিকিৎসায় ট্রায়াল হবে আরও তিনটি ওষুধের

সাইকোহেলথ নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি গুরুতর কোভিড রোগীদের ওপর আরো তিনটি ওষুধের কার্যকারিতা যাচাই করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডবি­উএইচও। বাংলাদেশ, ভারতসহ মোট ৫২টি দেশে আর্টিসুনেট, ইমাটিনিব এবং ইনফ্লিক্সিন্যাব নামের এই তিনটি ওষুধের পরীক্ষা চালানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিচ্ছেন দুই হাজার গবেষক আর ৬শ’ হাসপাতালের ১৪ হাজার ২শ’ রোগী। মরণাপন্ন কোভিড রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সম্ভাব্য কার্যকর হিসেবে ওষুধগুলো প্রস্তাব করেছে ডবি­উএইচও’র স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল।

আইপিসিএ উৎপাদিত আর্টিসুনেট বর্তমানে গুর“তর ম্যালেরিয়া, নোভার্টিসের ইমাটিনিব ক্যান্সার এবং জনসন অ্যান্ড জনসনের ইনফ্লিক্সিন্যাব ক্রোন্স ডিজিস ও আর্থারাইটিসের মতো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।

এর আগে গুরুতর করোনা রোগীর চিকিৎসায় রেমডেসিভির ও হাইড্রক্সি ক্লোরোকুইনসহ চারটি ওষুধের কার্যকারিতা যাচাই করে ডবি­উএইচও। এই গবেষণার ফলাফলে দেখা যায়, গুরুতর কোভিড রোগীকে বাঁচাতে খুব সামান্য অথবা কোনই কাজ করে না এই চারটি ওষুধ।