জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় শুরু হয় এই অধিবেশন। আগামী ২৪ সেপ্টেম্বর বিশ্বনেতাদের উদ্দেশ্যে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর পদাঙ্ক অনুসরণ করে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বাংলায়।

করোনা মহামারীর কারণে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে এবার অনুমোদিত প্রতিনিধি দলের আকার সীমিত করা হয়েছে। অধিবেশনের শুরুতে জলবায়ু পরিবর্তন ইস্যুকে প্রাধান্য দিয়ে বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দেন। অধিবেশনে শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন।