মানুষের মৃত্যুর যে প্রধান ১০টি কারণ রয়েছে, তার মধ্যে টিবি বা টিউবারকিউলোসিস অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র হিসেবে, সারাবিশ্বে ২০১৮ সালে টিবি রোগে প্রাণহানি হয়েছে ১৫ লাখ মানুষের।
তুলনামূলক মৃত্যুর সংখ্যা না বাড়লেও ওই বছরে টিবিতে আক্রান্ত নতুন রোগির সংখ্যা বেড়েছে ১ কোটি, যা আতঙ্কিত হওয়ার মতোই বিষয়। এর মধ্যে ৬৬ শতাংশ বা প্রায় ৬৬ লাখ নতুন রোগির জন্য মাত্র ৮টি দেশ দায়ি। যার অন্যতম বাংলাদেশ।