সাইকোহেলথ নিউজ ডেস্ক
চীনে যে কোন দম্পতি এখন থেকে তিনটি পর্যন্ত সন্তানের জন্ম নিতে পারবে। জন্মহার বাড়াতে এমন আইন সংশোধন করেছে সেদেশের ন্যাশনাল পিপলস কংগ্রেস- এনপিসি।একই সাথে সন্তান জন্মের পর কর্মস্থলে বাবা-মায়ের ছুটি কার্যকর এবং চাইল্ডকেয়ার অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে বেইজিং।
এর আগে ২০১৫ সাল পর্যন্ত এক সন্তানের নীতিতে বিশ্বাসী ছিল চীন। একাধিক সন্তান হলেই বাবা-মাকে গুণতে হতো অর্থদণ্ড। অতিরিক্ত ওই শিশুর জন্য আদায় করা হতো ‘সামাজিক রক্ষণাবেক্ষণ ফি’।
এর ফলে জন্মহার কমতে থাকায় ২০১৬ সালে দুই সন্তান নীতি ঘোষণা করে চীন। বলা হয়, কারও দু’টি সন্তান হলে এর জন্য তাকে কোন দণ্ড দিতে হবে না। কিন্তু বহুদিন ধরে এক সন্তানের নীতিতে থাকা সমাজে এর ইতিবাচক কোন প্রভাব পড়েনি।
জন্মহারের উন্নয়নে তাই পুরোনো আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়। এতে পরিবার প্রতি সন্তান সংখ্যা তিনটি পর্যন্ত অনুমোদন দেয় চীন। এতে যুক্ত করা হয়েছে কর্মসংস্থানে নারী অধিকার বৃদ্ধির বিষয়টি।
২০২০ সালের এক হিসেবে দেখা গেছে, চীনে শিশুর জন্মহার ৮.৫২। অর্থাৎ প্রতি হাজারে সেদেশে জন্ম নিচ্ছে মাত্র নয়জনেরও কম শিশু। যা কয়েক দশকের মধ্যে প্রথম।