সংক্রমণ বাড়ছে চীনে, লকডাউনে প্রায় ৪ কোটি মানুষ

চীন ওমিক্রন

সাইকোহেলথ ইন্টারন্যাশনাল ডেস্ক

চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। সংক্রমণ ঠেকাতে লকডাউনের আওতায় আনা হয়েছে প্রায় ৪ কোটি মানুষকে। যাকে এখন পর্যন্ত মহামারীর সবচেয়ে খারাপ সময় বলে মনে করা হচ্ছে।

চীনে ফেব্রুয়ারি মাসে যেখানে দৈনিক সংক্রমণ ছিল মাত্র কয়েক ডজনে সীমাবদ্ধ, সেখানে এখন এই সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। এবারের ভাইরাসটি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ। যা অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সংক্রমণের সংখ্যা ছিল ৫ হাজার ১শ’রও বেশি। ২০২০ সালের প্রথম দিকে উহানে কোভিড শনাক্ত হওয়ার পর এটিই সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

অন্যান্য দেশের তুলনায় সংখ্যাটি কম হলেও চীনের মতো ‘শূন্য-কোভিড নীতি’ অনুসরণকারী দেশের জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগজনক। মঙ্গলবার পর্যন্ত রাজধানী বেইজিং, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরসহ ২১টি প্রদেশ ও পৌর এলাকায় সংক্রমণের খবর পাওয়া গেছে।

সংক্রমণের সংখ্যা সামনের দিনগুলোতে আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

সূত্র: সিএনএন