২৪ ঘণ্টায় শনাক্ত ২৮০৯, মৃত্যু ৩০

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৮০৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে গত বছরের ২০ আগস্ট এক দিনে দুই হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত সাত মাসের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এর আগে গত ৭ জানুয়ারি ৩১ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৭২০ জন। বিগত ৭৪ দিনের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও দুই হাজার ৮০৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৪ হাজার ১৫৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর এই প্রাণঘাতী ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।