সাইকোহেলথ নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জন্য ভারত সরকারের পাঠানো লাইফ সাপোর্টসহ ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দরে এসে পৌঁছেছে। প্রতিশ্রুত মোট ১০৯টি অ্যাম্বুলেন্সের দ্বিতীয় চালানে এগুলো পাঠানো হয়েছে।
পেট্রাপোলসহ দুই বন্দর ও কাস্টমসের ছাড়পত্র পাওয়ার পর আগামীকাল (শনিবার) ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে বলে জানা গেছে। এ সব অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন ও লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন সুবিধা। অর্থাৎ কার্ডিয়াক ও গুরুতর কোভিড রোগী বহনের পুরোপুরি উপযুক্ত এই অ্যাম্বুলেন্স।
গত মার্চে ঢাকা সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মোকাবেলায় প্রতিবেশী ও বন্ধু দেশের সরকারপ্রধান হিসেবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
বাকি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরে আসতে পারে বলে আশা করছে ভারতীয় হাইকমিশন। এর আগে গত ২১ মার্চ ভারতীয় উপহারের প্রথম অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে।