ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে শতাধিক মৃত্যুর আশঙ্কা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসের ঘটনায় স্থানীয় ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক শ্রমিক ও গ্রামবাসী নিখোঁজ রয়েছে। তাদের কাউকে জীবিত পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বলছে, চামোলি জেলায় নন্দাদেবী পর্বত শিখরের হিমবাহ ধসে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ওপর। এতে বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের গতিতে আশপাশে গ্রাম প্লাবিত হয়। স্থানীয়রা জানান, কাউকে সতর্ক হওয়ার মতো সময় দেয়নি ধৌলি গঙ্গা নদীর ওই প্লাবন।

এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে তিব্বত সীমান্তরক্ষী বাহিনী। পরে তাদের সাথে যোগ দেন সেনা, চিকিৎসক ও ইঞ্জিনিয়ারিং টাস্কফোর্সের সদস্যরা।

দুর্ভাগ্যজনক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে জানিয়েছেন, “উত্তরাখন্ডের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে আমি প্রতিনিয়ত নজর রাখছি।” এই বিপদে সারা ভারত উত্তরাখন্ডের পাশে আছে বলেও মন্তব্য করেন তিনি।নির্বাচনী প্রচারণায় এখন আসামে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী।