১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারের প্রতিপাদ্য – Make mental health & well-being for all a global priority; অর্থাৎ সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার। এ উপলক্ষে থাকছে সাইকোহেলথ নিউজের ধারাবাহিক আয়োজন। আজ থাকছে এর চতুর্থ পর্ব। বিষয় ‘প্যারেন্টিং’।
প্রশ্ন: আপনার সন্তানের মাঝে কি হঠাৎ কোন পরিবর্তন দেখছেন?
উত্তর হ্যাঁ হলে, দ্রুত নিচের লেখাগুলো পড়ুন এবং সিদ্ধান্তে আসুন কী করবেন।
নিজেকে প্রশ্ন করুন-
১. সমস্যাটা কি এই মুহূর্তে কোন বিপদ ডেকে আনছে?
২. এই অবস্থা কি স্থায়ী?
৩. আগামীকাল একই সমস্যায় আমি কেমন বোধ করব?
নেতিবাচক অনুভূতি তৈরি হলে বা নেতিবাচক অবস্থা মনে হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এছাড়াও শিশুদের আচরণগত পরিবর্তন ও করণীয় জানতে ক্লিক করুন।
আরও জানুন- লকডাউনে শিশুদের আচরণগত সমস্যা ও প্রতিকার (পর্ব-২)।