সাইকোহেলথ নিউজ ডেস্ক
দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে মিরপুরে ফায়ার বিগ্রেডের ৪১তম অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এখন আর শুধু দমকল বাহিনী নয়। বরং অগ্নি নির্বাপন থেকে শুরু করে যেকোনো দুর্যোগেই মানুষের পাশে দাঁড়াচ্ছে তারা।
ফায়ার ব্রিগেডকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে ৪১তম ব্যাচের চৌকস সদস্যদের হাতে পদক তুলে দেন তিনি।