সোমবার থেকে আংশিক, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সোমবার থেকে আংশিক ও বৃহস্পতিবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভার্চুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জানা গেছে, জাতীয় সংসদের বাজেট অধিবেশন এবং ব্যাংক ক্লোজিংয়ের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার । এর আগে, সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সরকারের নীতি নির্ধারকরা।

কঠোর লকডাউনে বন্ধ থাকবে

  • সব ধরনের সরকারি-বেসরকারি অফিস-আদালত
  • সব ধরনের যানবাহন চলাচল
  • ঘরে বাইরে বের হওয়া

আওতামুক্ত থাকবে

  • অ্যাম্বুলেন্স, চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত পরিবহন
  • গণমাধ্যম
  • জরুরি পরিষেবা
  • জরুরি পরিবহন

মোতায়েন থাকবে

  • সেনাবাহিনী
  • পুলিশ
  • বিজিবি