একনজরে সর্বাত্মক লকডাউন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা সংক্রমণ রোধে আগামীকাল (পয়লা জুলাই, বৃহস্পতিবার) থেকে ৭ জুলাই সারাদেশে সর্বাত্মক লকডাউন জারি সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এক পলকে দেখে নেয়া যাক সর্বাত্মক লকডাউনের ছক।

লকডাউনে বন্ধ থাকছে

  • সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি অফিস
  • গণপরিবহন
  • শপিং মল, দোকানপাট
  • বিনোদন কেন্দ্র, পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার
  • জনসমাগম
  • ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান
  • অভ্যন্তরীণ ফ্লাইট

নিষিদ্ধ থাকছে

  • প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া
  • হোটেল রেস্তোঁরার ভেতরে বসে খাওয়া

সাথে রাখতে হবে

  • প্রতিষ্ঠানের পরিচয়পত্র

খোলা বা চালু থাকছে

  • শিল্প কারখানা
  • কাঁচাবাজার (সকাল ৯টা-বিকেল ৫টা)
  • হোটেল, রেস্তোরা, খাবারের দোকান (সকাল ৮টা-রাত ৮টা)
  • আন্তর্জাতিক ফ্লাইট

লকডাউনের আওতামুক্ত

  • পুলিশ, র্যাবসহ আইন-শ্যৃখলা বাহিনী
  • স্বাস্থ্য বিভাগ
  • গণমাধ্যম
  • কৃষি উৎপাদন
  • পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট
  • ব্যাংকসহ অন্যান্য জরুরি সেবা

মাঠে থাকবে

  • সেনাবাহিনী
  • পুলিশ
  • ভ্রাম্যমাণ আদালত