আবারও চিরচেনা রূপে ঢাকা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

সর্বাত্মক লকডাউন শেষে খুলেছে অফিস-আদালত। শতভাগ যাত্রী নিয়ে ১৯ দিন পর আবারো সড়কে চলছে গণপরিবহন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন।

গণপরিবহনের পাশাপাশি সিএনজি অটোরিকশা এবং মোটর সাইকেলের চলাচলও বেড়েছে সড়কে। এবার অর্ধেক গণপরিবহন সড়কে নামিয়ে তাতে শতভাগ যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

তবে রাস্তায় অর্ধেক গাড়ি নামানো নিশ্চিত করা না গেলে করোনা ঝুঁকি বাড়ার আশংকা করছেন অনেকে।

এদিকে, লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তবে লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ কমেছে।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটেও পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের দীর্ঘ লাইন দেখা গেছে । দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীবাহী বাসের চাপও বেড়েছে ঘাটে। তবে, ঘাট কতৃপক্ষ বলছে, ফেরি ও লঞ্চ একসাথে চলাচল করায় চাপ কমে যাবে।